Nadia

May 06 2023, 20:10

কোর্ট চত্বর থেকে আসামির পলায়ন


নদীয়া:কোর্ট পুলিশের হাত থেকে আদালতের ভিতর থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কৃষ্ণনগর আদালতে। সূত্রের খবর, গত ফেব্রুয়ারী মাসের 15 তারিখ ফেনসিডিল পাচারের অভিযোগে বিল্লাল মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কৃষ্ণনগর আদালতে তোলে হাসখালি থানার পুলিশ।

আর শনিবার সেই কেসের দ্বিতীয় হেয়ারিং ছিল কৃষ্ণনগর আদালতে। অভিযোগ, কোর্ট পুলিশ শুনানি শেষে বিল্লাল মন্ডল কে আদালত কক্ষ থেকে কোর্টে লকাপে নিয়ে আসার সময় কোর্ট পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায় বিল্লাল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগর আদালত চত্বরে। পলাতক বিল্লাল মন্ডলের সন্ধান শুরু করেছে কৃষ্ণনগর জেলা পুলিশ।

নদীয়া:কোর্ট পুলিশের হাত থেকে আদালতের ভিতর থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কৃষ্ণনগর আদালতে। সূত্রের খবর, গত ফেব্রুয়ারী মাসের 15 তারিখ ফেনসিডিল পাচারের অভিযোগে বিল্লাল মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কৃষ্ণনগর আদালতে তোলে হাসখালি থানার পুলিশ। আর শনিবার সেই কেসের দ্বিতীয় হেয়ারিং ছিল কৃষ্ণনগর আদালতে। অভিযোগ, কোর্ট পুলিশ শুনানি শেষে বিল্লাল মন্ডল কে আদালত কক্ষ থেকে কোর্টে লকাপে নিয়ে আসার সময় কোর্ট পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায় বিল্লাল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগর আদালত চত্বরে। পলাতক বিল্লাল মন্ডলের সন্ধান শুরু করেছে কৃষ্ণনগর জেলা পুলিশ।

Nadia

May 06 2023, 20:08

জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের


নদীয়া:শনিবার কৃষ্ণনগরে নদিয়ার জেলাশাসক গৌরিকি করণের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। আর তাপস সাহার সেই বক্তব্যের তীব্র সমালোচনা করলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। প্রসঙ্গত শনিবার কৃষ্ণনগরে রাজ্য সরকারের DA নীতির সমর্থনে মিছিল ও সমাবেশ করেন তৃণমূল পন্থী সরকারি কর্মচারী সংগঠন।

আর সেই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তেহট্টের বিধায়ক তাপস সাহা অভিযোগ করেন নদিয়ার জেলা শাসক গৌরিকি করণের দিকে যাচ্ছে, কোনো অফিস দপ্তরের খোঁজ রাখছে না। আর তাপস সাহার সেই বক্তব্যের পর শনিবার সাংসদ জগন্নাথ সরকার বলেন তৃণমূলের জামানায় ডিএম গৌরিকি করন করছে এটা সম্ভব নয়।

আসলে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে জেলা শাসক যাতে তৃণমূলের ইশারায় কাজ করে সেই কারণে জেলা শাসককে চাপে রাখতে এই কৌশল অবলম্বন করছে তৃণমূল।

Nadia

May 06 2023, 20:03

ডি এ আন্দোলন কারীরা যদি মুখ্যমন্ত্রী সম্পর্কে কু কথা বলে তাহলে তাদের জিভ ছিড়ে নেওয়ার নিদান দিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস


নদিয়া জেলার জেলা প্রশাসকের মনে হয় গৈরিকিকরন হয়েছে। তিনি কোনো কাজ করছেন না । এই রকম ভাবেই তীব্র নিন্দা করলেন বিধায়ক তাপস সাহা। আজ নদিয়ার কৃষ্ণনগরে একটি সভায় নদিয়া জেলার DM কে নিশানা করে বিধায়ক তাপস সাহা মন্তব্য করেন । পাশাপাশি একই মঙ্চে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কর্মীদের উদ্দেশ্যে বলেন মমতা ব্যানার্জী সম্পর্কে যারা কুৎসা করবেন তাদের জীব ছিড়ে দাও বলেই নিদান দেন।

Nadia

May 06 2023, 17:20

ডাম্পারের ধাক্কায় এক পথচারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা


নিজের বাড়ি থেকে সাইকেলে চেপে বড় জাগুলিয়ার দিকে যাওয়ার সময় ২২ নম্বর রাজ্য সড়কে পেছন দিক থেকে আসা মাটি বোঝাই জাম্পারের ধাক্কায় বছর ৬৭ এর নারায়ন দত্ত নামে এক ব্যক্তির। এরপরেই ঘটনা স্থল থেকে চম্পট দেয় জাম্পার চালক। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে রাম্পার চলাচলের গতিতে লাগাম জানতে একাধিকবার পুলিশকে জানিও কোন কাজ হয়নি।

যার ফলে আজকের মৃত্যু হল এক ব্যক্তির এরই প্রতিবাদে স্থানীয়রা দীর্ঘক্ষন এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ পর স্থানীয় হরিণঘাটা থানার পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য কল্যাণী জে এন এম হসপিটালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের বক্তব্য এর পরেও যদি পুলিশ প্রশাসনের হুঁশ না ফেরে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

Nadia

May 06 2023, 16:00

নদীয়ার চকদহে বোম নিষ্ক্রিয় করতে চিকিৎসক থেকে প্রশাসনের কর্মকর্তা, উপস্থিত সকলে।


পাঁচটা সকেট বোমা নিষ্ক্রিয় করতে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক অ‍্যাম্বুলেন্স ,চাকদহ দমকল,কল‍্যানী ডিএস পি,চাকদহ থানার আধিকারিক এবং বোম নিষক্রিয় করতে চারজনের অভিজ্ঞ অফিসার সহ বিরাট পুলিশ বাহিনী হাজির মদনপুর এক নম্বর জিপির আটলে কামারপুরে চাষের মাঠে হাজির।

শিমুরালি জিপির খালধার পাড়ার শিমুরালি জিপির প্রাক্তন প্রধান হাবিব মন্ডলের দোকানের সামনে কে বা কাহারা একটি বাজারে ব‍্যাগে ছটি তাজা সকেট বোমা ফেলে রেখে চলে যায়। এই খবর পাওয়া মাত্র মদনপুর ফাড়িতে ফোন করে ঐ এলাকার মানুষ। মদনপুর ফাঁড়ির পুলিশ বোমা গুলি উদ্ধার করে আটলে একটি জায়গায় সুরক্ষিত রাখে আজ সবার উপস্থিতে বোমা গুলি ফাটিয়ে নিষক্রিয় করা হয়।

Nadia

May 06 2023, 15:17

বিএসএফ এবং বিজিবির যৌথ উদ্যোগে দীর্ঘ ১৫ মাস বাংলাদেশে বন্দী থাকা যুবককে ঘরে ফেরাতে সক্ষম হল বিএসএফ খুশির হাসি পরিবারের মুখে


বাংলাদেশের জেল থেকে মুক্তি হতে পেল এক ভারতীয় । নদীয়ার চাপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বি জি বির হাতে গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশ থেকে জেল খেটে দীর্ঘ ১৫ মাস পর নিজের দেশ ভারতের মাটিতে ফিরে আসলেন এক ব্যক্তি। জানা গেছে, নদিয়ার চাপড়া থানার ব্রহ্মনগর এলাকার বাসিন্দা নাসির শেখ পেশায় একজন শ্রমিক। ১৫ মাস আগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ব্রহ্মনগর আনন্দবাস এলাকায় কৃষি জমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বি জি বির হাতে গ্রেপ্তার হয় ।

এরপর বি জি বির পক্ষ থেকে বাংলাদেশ এলাকার স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়া হয় । বাংলাদেশ পুলিশ প্রশাসন মারফত বাংলাদেশের আদালতে পেশ করা হয়। সীমান্ত পার করার অপরাধের অভিযোগে আদালত তাঁকে দুই মাস জেল হেফাজতের নির্দেশ দেয়। এরপর ভারত সরকারের উদ্যোগে দীর্ঘ ১৫ মাস পর বাংলাদেশ থেকে মুক্তি পাওয়ার পর শনিবার ফিরল গেদে সীমান্ত দিয়ে ভারতের মাটিতে প্রবেশ করে।

ভারত ও বাংলাদেশের দুই দেশের বিএসএফ ও বিজেপি সহ দুই দেশের পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ভারতে ফেরত । দীর্ঘদিন পর বাড়িতে ফিরতে পেরে খুবই ভালো লাগছে বলে জানান নাসির বাবু।

Nadia

May 06 2023, 15:15

কল্যাণী এমস হসপিটালের আবর্জনা ফেলা হচ্ছে গয়েশপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের নোংরা ফেলার গাড়ি এবং পুলিশ গাড়িকে আটকে রেখে বিক্ষোভ থানীয়দের।


একাধিকবার বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় ময়লা ফেলার গাড়ি আটকে বিক্ষোভ কল্যানী গয়েশপুর পৌর ৮নং ওয়ার্ডের গ্রামবাসীদের।

স্থানীয় বাসিন্দারা জানান দির্ঘ দিন ধরে কল্যানী এইমসের আবর্জনা ফেলা হয় তাদের গ্রামের নির্দিষ্ট যায়গায়।

সেই আবর্জনা কুকুরে ছড়িয়ে ফেলছে বিভিন্ন প্রান্তে ,এখানে চাষের জমির পাশে বসবাস করে আদীবাসী মুসলিম ও হিন্দু মিলিয়ে একাধিক মানুষ।

পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।

আজ সেই আবর্জনা ফেলতে আসলে গাড়ি আটকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। এরপর খবরজয় কল্যাণী থানায় সেখান থেকে পুলিশ আসলেও সেই পুলিশ গাড়িকে ঘেরও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি অবিলম্বে আবর্জনা ফেলা বন্ধ হোক অন্যথায় তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে অভিযোগ করেন। ঘটনার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছায় গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জী সহ অন্যান্য কাউন্সিলর। তবুও আন্দোলনের অনর এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ তাদের পবিত্র জায়গাতেই নোংরা ফেলা হচ্ছে বলেই অভিযোগ।

Nadia

May 06 2023, 15:13

শান্তিপুর ব্লকের আড়বান্দি পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বেনিয়মে টেন্ডার খোলা , এবং নিজের লোককে পাইয়ে দেওয়ার অভিযোগ কোন দলেরই উপপ্রধ


শান্তিপুর ব্লকের তৃণমূল পরিচালিত আরবান্দি দু'নম্বর পঞ্চায়েতের দলেরেই প্রধান অলিভিয়া সন্ন্যাসীর বিরুদ্ধে বেনিয়মে টেন্ডার খোলা, এবং স্বজন পোষণের অভিযোগ আনলেন দলেরই উপপ্রধান নৃপেন প্রামানিক। সাথে পঞ্চায়েত সদস্য বাসুদেব দেবনাথ এবং শ্যামল রাজোয়ার এই অভিযোগে উপপ্রধান কে সম্মতি জানিয়ে তারাও অভিযোগপত্র সই করে।

প্রসঙ্গত বর্তমান অলিভিয়া সন্ন্যাসী গত পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করার পর তৃণমূলে যোগদান করেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে তার সম্পর্কের অবনতির চেহারা মাঝেমধ্যেই এসে পড়েই জনসমক্ষে। আড়াই বছরের মধ্যে অনস্থা এবং সম্প্রতি কয়েক মাস আগে অপর এক অনাস্থা আনেন দলের পঞ্চায়েত সদস্যরাই। যদিও তা কার্যকরী হয়ে ওঠেনি। তবে এবারের অভিযোগ রীতি মতন চাঞ্চল্যকর।

নৃপেন প্রামানিক, বাসুদেব দেবনাথ, শ্যামল রাজোয়ারদের বক্তব্য প্রধান তার পছন্দের দুই একজন পঞ্চায়েত সদস্যদের নিয়েই, অন্যদের ব্রাত্য রেখেই নানান উন্নয়ন মূলক কর্মকান্ডে শামিল হচ্ছে, যেখানে পঞ্চায়েতের সুনাম নয়, সরকারের সুনাম নয়, সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নয় নিজের আত্মকেন্দ্রিক প্রচার করছেন তিনি। ই টেন্ডার হলেও, আইনের মার কাছে সে তার নিজেদের পরিচিত কন্টাকটারদের দিয়ে কাজ করাচ্ছেন প্রথম থেকে। তবে অভিযোগ জানানো হয়েছে বিভিন্ন সরকারি আধিকারিক এবং ভিডিও তা খতিয়ে দেখে যে ব্যবস্থা নেবে সেটাই আমরা মেনে নেব।

যদিও পঞ্চায়েত প্রধান অলিভিয়া সন্ন্যাসীর স্বামী অরবিন্দ সন্ন্যাসী জানান, সামান্য ৩০০০০ টাকার লাইট লাগাতেও আমরা ই টেন্ডার করে থাকি। আর এখানে হয়তো তাদের ক্ষোভ, অনাস্থা আনা থেকে শুরু করে বিভিন্ন রকম মিথ্যে দুর্নীতির অভিযোগ, নানাভাবে আমাদের অপমান অপদস্থ করতে চায় তারা‌ । তবে এক্ষেত্রে পূর্ববর্তী জেনারেল মিটিং এবং অর্থ মিটিংয়ে কোরাম হওয়ার কারণে গাইডলাইন অনুযায়ী পরবর্তী মুলতুবি মিটিংয়ে কোরামের প্রয়োজন হয় না, সরকারি আধিকারিক দের সাথে আলোচনা সাপেক্ষেই এই টেন্ডার খোলা হয়েছে।

তবে উপপ্রধানের সাথে এক বিজেপি পঞ্চায়েত সদস্য সই করার নজির দেখে অবাক হচ্ছি, এরা আদতেও কোন দল করে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারেই সাধারণ মানুষের কাজ আটকে রেখে, ‌ মূলত দলকেই পিছিয়ে দিচ্ছে তারা।

তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি, বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, শুধু এই পঞ্চায়েত বলে নয়, সারা রাজ্যে পুরসভা পঞ্চায়েত সর্বত্র একই ছবি, আর এর পেছনে কারণ কাটমানি এবং দুর্নীতির টাকার ভাগ নিয়ে গোষ্ঠীকোন্দল। যেখানে মন্ত্রী বিধায়ক জেলে যাচ্ছে সেখানে পঞ্চায়েত সদস্যের অভিযোগ অস্বাভাবিক কিছু নয়। সামনে পঞ্চায়েত ভোট, শেষবারের মতো লুটেপুটে খাওয়া। তারই চূড়ান্ত মহড়া চলছে। তবে সাধারণ মানুষ সবই জানে, শাসকের ভয়ে মুখ না খুলতে পারলেও যোগ্য জবাব দেয় ব্যালটে। তবে দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের প্রগতিশীল অংশ হোক বা অন্য কোন রাজনৈতিক দল আমরা তাদের সাথেই আছি। অতীতেও জাতীয় ক্ষেত্রে বারে বারে সে নজির রয়েছে।

Nadia

May 06 2023, 15:11

শামশেরগঞ্জে গিয়ে ১০০ কোটি টাকার গঙ্গা ভাঙনে বাধ সারাইয়ের প্রতিশ্রুতিকে পঞ্চায়েত নির্বাচনের গিমিক বলে কটাক্ষ নদীয়ার রানাঘাটের বিজেপি সাংসদ


সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মালদহের শামসের গঞ্জে গিয়ে গঙ্গা ভাঙ্গনে ১০০ কোটি টাকা রাজ্য সেচ দপ্তর মারফত মঞ্জুর করার পরিপ্রেক্ষিতে আশার আলো দেখছে রাজ্যবাসী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আসন্ন পঞ্চায়েতের পালে হাওয়া লাগানোর চেষ্টা করছে। তবে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে, সবচেয়ে বেশি নদিয়ায়র শান্তিপুর নবদ্বীপ চাকদহ সহ বিভিন্ন এলাকায় গঙ্গা ভাঙন হলেও সেখানে ঘোষণা নয় ,এমনকি অন্য কোন জেলার ক্ষেত্রে এ ধরনের ঘোষণা নেই।

আদতেও সামসের গঞ্জে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছে। তাই ইসলামাবাদ বানানোর জন্য দুধেল গাইদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আদৌ বাস্তবে রূপায়ণ হবে না। গঙ্গা ভাঙ্গন রোধে মাত্র ১১ শতাংশ অর্থ রাজ্যের কাছে সহযোগিতা চেয়েছিল কেন্দ্র। কিন্তু সে সহযোগিতা করেনি তারা। তবে কেন্দ্রীয় সরকার সমস্যার গভীরে গিয়ে নদী খননের ব্যবস্থা করেছে, টেন্ডারের কিছু সমস্যা থাকার কারণে একটু দেরি হলেও, তা স্থায়ী সমাধান হতে চলেছে।

Nadia

May 06 2023, 15:09

স্বামী জীবিত, অথচ মিলেছে বিধবা ভাতা। নদিয়ার রানাঘাট দু’নম্বর ব্লকের বৈদ্যপুর-এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জল্পনা।


জানা যায়, বৈদ্যপুর গ্রামের বাসিন্দা মানিক পাল জীবিত থাকা সত্ত্বেও, তার স্ত্রী মিলনরানী পাল পাচ্ছেন বিধবা ভাতা। বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে জল্পনা।

বিধবা ভাতা পাওয়া নিয়ে মিলনরানী পালের সাফাই, আমরা পঞ্চায়েতে বার্ধক্য ভাতার জন্য কাগজপত্র জমা দিয়েছিলাম। কিন্তু কি করে সেটা বিধবা ভাতা হয়ে গেল, বলতে পারব না। তবে আমার স্বামী রয়েছেন। এর আগে লক্ষীর ভান্ডার পেতাম। এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে। আমার বর্তমান বয়স ৬০ বছর।

এই প্রসঙ্গে বৈদ্যপুর-এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান কৃষ্ণ রায় অবশ্য বলেন, দুয়ারে সরকার প্রকল্পে অনেকেই বিভিন্ন প্রকল্পের জন্য কাগজপত্র জমা দিয়েছেন। সেখানে ভুলবশত বার্ধক্য ভাতার পরিবর্তে বিধবা ভাতা হয়ে গিয়েছে। এখানে পঞ্চায়েত বা আবেদনকারীর কোন ভুল নেই। তবে এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে। বিজেপি এই সমস্ত কাজ করাচ্ছে।

যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বৈদ্যপুর-এক নম্বর অঞ্চল সভাপতি বিজেপির অনুকূল সরকার বলেন, তৃণমূল কংগ্রেসের এটা কালচারে পরিণত হয়েছে। স্বামী জীবিত থাকা সত্ত্বেও মৃত প্রমাণিত করে, সেই ভাতার টাকা এরাই তুলে খাচ্ছে। অথচ দায় চাপাচ্ছে বিজেপির নামে। অঞ্চলটা তৃণমূলের দখলে। আর এই সরকার চোরদের সরকার, দুর্নীতির সরকার।

রানাঘাট দু’নম্বর ব্লকের ভিডিও খোকন বর্মন বলেন, আমার কাছে এখনো লিখিতভাবে কোনও অভিযোগ আসেনি। তবে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম বিষয়টি ঘটেছে। মিলনরানী পালকে আমরা শীঘ্রই নোটিশ করছি। সাত দিনের মধ্যে তাকে তলব করা হচ্ছে। যদি উনি এই কাজটি করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উনার একাউন্টে যে টাকা ঢুকেছে, সেটা নিয়মমাফিক ফেরত নেওয়া হবে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।